ফটিকরায়ে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী সহ রাজ্যস্তরীয় নেতাদের নিয়ে জনসভা
ফটিকরায়ে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী সহ রাজ্যস্তরীয় নেতাদের নিয়ে জনসভা

পত্রদূত প্রতিনিধিঃ   ত্রিপুরায় অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটের আগে ঊনকোটি জেলার ফটিকরায়ে জনসভা করলো বিজেপি। মঙ্গলবার বিকেলে ফটিকরায়ের বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব্বর্মার সমর্থনে হয় বিজেপির এই জনসভা। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস, দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্য, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, স্থানীয় মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। ভোটের আগে সভায় বিজেপি নেতাদের বক্তব্যে ব্যাপকভাবে অক্সিজেন যোগালো কেন্দ্র এবং রাজ্যের বিরোধী জোটের বিষয়টি। সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাম-কংগ্রেস জোটকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার তথাকথিত রাজ পরিবার রাজ্যের জন্য এতোকিছু করেগেলেও তাদের যোগ্য সম্মান দেয়নি তৎকালীন সরকার। বিজেপি ক্ষমতায় এসে ত্রিপুরার বিমানবন্দর মহারাজার নামে করার পাশাপাশি রাজধানী শহরের বিভিন্ন জায়গায় মহারাজার মূর্তী স্থাাপন করে রাজপরিবারের নাম আরো উজ্জল করার কাজ করেছে। তিনি অভিযোগ করেন বামেরা ক্ষমতায় থাকাকালীন জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোটের রাজনিতি করতে সিদ্ধহস্ত ছিলো, কিন্তু বিজেপি উন্নয়নের রাজনিতি করে নজির সৃষ্টি করছে বলে দাবী করেন মুখ্যমন্ত্রী।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও