নার্য্য মূল্যের দোকানে আচমকাই হানা
নার্য্য মূল্যের দোকানে আচমকাই হানা

পত্রদূত প্রতিনিধিঃ    পানিসাগর মহকুমার অন্তর্গত উওর পদ্মবিল স্থিত দুই নং নার্য্য মূল্যের দোকানে আচমকাই হানা দেয় পানিসাগর মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল।এতে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেব্বর্মা,পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দও সহ অন্যান্য আধিকারিক বৃন্ধরা।জানা গেছে ঐ এলাকার সাধারণ জনগনের অভিযোগ দুই নং রেশন দোকানটিতে দীর্ঘদিন যাবৎ নিম্নমানের চাল সরবরাহ করে চলেছেন।সরবরাহকৃত চাল গুলোর গুনগত মান খারাপ হওয়ার দরুন পেট খারাপ সহ নানান ধরনের পেটের রোগে ভোগতে হচ্ছে সাধারন জনগনকে।এমতাবস্থায় বাধ্য হয়েই স্থানীয়রা মহকুমা প্রশাসনের স্মরনাপন্ম হয় এলাকার লোকজন।এরই স্বচিএ প্রত্যক্ষ করতে আজ  হানা দেওয়া হয় রেশন দোকানটিতে।দোকান মালিক সুভাষ দাস জানান এই ধরনের নিম্নমানের চালের বিষয়ে সুধুমাএ তিনি নয় পানিসাগর মহকুমার অন্তর্গত সবকটি রেশন দোকান মালিক অভিযোগ করেও কোন সুফল পায়নি।এই নিয়ে স্থানীয় প্রধান সেবিকা মালাকার এবং উপ প্রধান অনন্ত দাস কে জানানো হয়।এই ধরনের চাল নিয়ে প্রতিদিন গ্রাহকদের সাথে রেশন দোকান কতৃপক্ষের বাকবিতন্ডা লেগেই রয়েছে।প্রতিজন গ্রহক কুড়ি কেজি চাল ক্রয় করে প্রায় পাঁচ কেজি চাল ফেলে দিতে হচ্ছে।এতে করে সরকারি ভরতুকি মূল্যে চাল ক্রয় করেও গচ্ছা দিতে হচ্ছে জনগনকে।অচিরেই এই ধরনের সমস্যা সমাধানে রাজ্য সরকারের মাননীয় মূখ্য মন্ত্রীর নিকট আবেদন সহ কঠোর পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়েছেন স্থানীয় এলাকার লোকজন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও