নাবালক নাবালিকার বিবাহ পরিবর্তী বিচ্ছেদ ঘটালো পানিসাগর মহকুমা প্রশাসন
  নাবালক নাবালিকার বিবাহ পরিবর্তী বিচ্ছেদ ঘটালো পানিসাগর মহকুমা প্রশাসন

পত্রদূত প্রতিনিধিঃ       নাবালক নাবালিকার বিবাহ পরিবর্তী বিচ্ছেদ ঘটালো পানিসাগর মহকুমা প্রশাসন।ঘটনার বিবরণে জানা যে,বিগত ২৮ এপ্রিল ২০২৪ ইং অবৈধ ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পূর্ব জ্বলাবাসা মাধবপুর এক নং ওয়ার্ডের  বাসিন্দা রবীন্দ্র মালাকারের 20 বর্ষিয় নাবালক পুত্র রুপম মালাকার এবং  যুবরাজনগর আনন্দবাজার এর বাসিন্দা সঞ্জু দেব এর ১৬ বর্ষীয়া নাবালিকা কন্যা কবিতা দেব ওরফে তুলি।  প্রায় সপ্তাহ কাল পেরুতে না পেরুতেই খবর পৌছায় পানিসাগর মহাকুমা প্রশাসনের নিকট।এই মর্মে আজ চৌঠা মে পানিসাগর মহকুমা শাসকের নির্ধেশানুসারে ডি,সি,এম দ্বয় অনিরুদ্ধ দাস এবং সুকুমার রিয়াং সহ পানিসাগর আরক্ষা প্রশাসনের কর্মীরা পৌছায় ঐ বাড়িতে।নাবালক পুএের পিতা মাতা সহ পরিবার পরজনদের সাথে আলোচনা ক্রমে আইনি প্রক্রিয়া মোতাবেক অঙ্গিকার পএে সাক্ষর করিয়ে নাবালিকা পুএ বধু কে পিএালয়ে ফিরিয়ে দেবার নির্দেশ প্রদান করেন।অন্যাতায় নাবালক পুএের পিতা মাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবাস দেন।পাশাপাশি নাবসলক পুএ ও নাবালিকা কন্যার উপযুক্ত বয়স প্রাপ্ত না হওয়া পর্য্যন্ত একসাথে বসবাস না করার নির্দেশ দেন।রাজ্য জোরে প্রশাসনিক তৎপরতা সহ সচেতনতা মুলক আচরন বিধি জারি থাকা সত্বেও নাবালক লাবালিকার বিবাহ কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পানিসাগর মহকুমা জোরে।তবে প্রশাসনিক তৎপরতায় নাবালক নাবালিকার বিবাহ পরিবর্তী বিচ্ছেদ ঘটানোয় কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে এলাকা জোড়ে

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও