একুশে জুন, আন্তর্জাতিক যোগা দিবস
একুশে জুন, আন্তর্জাতিক যোগা দিবস

পত্রদূত: আজ একুশে জুন, আন্তর্জাতিক যোগা দিবস আজ, প্রত্যেক বছর এই দিনটি যোগা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় সারা রাজ্যে পালন করা হয়, এ বছরও ব্যতিক্রম হয়নি, সারা রাজ্যের সাথে ধলাই জেলার আমবাসায় ও আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়।  district legal service authority উদ্যোগে আমবাসা স্থিত ধলাই জেলা যুব বিষয়ক ক্রীড়া দফতরের হলে   আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এদিন  ধলাই জেলা আদালতের বিচারক সহ বিভিন্ন কর্মীরা এই যোগা দিবসে অংশ গ্রহণ করে। এদিনের এই যোগা দিবসে উপস্থিত ছিলেনধলাই জেলা আদালতের বিচারপতি গৌতম সরকার। সিজিএম- সুজিত দাস, সিভিল জজ জুনিয়ার ডিভিশন রিনা দেববর্মা, ADJ অংশুমান চৌধুরী সহ অন্যান্যরা। এদিন ধলাই জেলা আদালতের বিচারপতি গৌতম সরকার বলেন আন্তর্জাতীক যোগা দিবস এর মাধ্যমে আমরা একটাই বার্তা দিতে চাই, যোগা দৈনিক জীবনের সঙ্গে একটা অঙ্গ হিসেবে আমাদের করতে হবে,  আজ যোগা দিবস এর মাধ্যমে দিনটি শুরু করব আমরা, যোগা একটা সাধনা, আমাদের পূর্বপুরুষ ও মনিরা যার মাধ্যমে তারা নিজেদের মুখ্য লাভ করতেন, রোগা শরীরের জন্য অনেকটাই লাভবান, একদিন আমাদের যোগার মাধ্যমে দিন শুরু করতে হবে,এদিনের যোগা দিবসে যোগা প্রশিক্ষণরা তাদের  যোগা তুলে ধরেন সকলের মাঝে। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় যোগা দিবসে অংশগ্রহণকারীদের মধ্যে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও