এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীরা আজ আমবাসা বাজারে অবস্থানরত বেদেদের মধ্যে বিতরণ করল বস্ত্র-খাদ্য এবং পঠন পাঠন সামগ্রী
এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীরা আজ আমবাসা বাজারে অবস্থানরত বেদেদের মধ্যে বিতরণ করল বস্ত্র-খাদ্য এবং পঠন পাঠন সামগ্রী

পত্রদূত প্রতিনিধিঃ আমবাসা চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীরা আজ আমবাসা বাজারে অবস্থানরত বেদেদের মধ্যে বিতরণ করল বস্ত্র-খাদ্য এবং পঠন পাঠন সামগ্রী। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বেদেদেরের হাতে তুলে দেওয়া হয় সাবান। এক সাক্ষাৎকার  এনএসএস প্রোগ্রাম অফিসার স্বপন নমঃ জানান গতকাল জলবৃষ্টিতে এই বেদে পরিবার গুলি খুব কষ্টে ছিল। তাই তাদের সাহায্যে চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর এনএসএস ইউনিটের উদ্যোগে তাদের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্য বস্ত্র পঠন পাঠন সামগ্রী। উল্লেখ্য চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট প্রতিনিয়তই সমাজ সেবামূলক কর্ম সংগঠিত করে থাকে। আজও তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও