অবৈধ দুই বাংলাদেশী যুবককে আটক করেছে অসম চুড়াইবাড়ি ওয়াস্ট পোস্টের পুলিশ
অবৈধ দুই বাংলাদেশী যুবককে আটক করেছে অসম চুড়াইবাড়ি ওয়াস্ট পোস্টের পুলিশ

 পত্রদূত প্রতিনিধিঃকদমতলাঃ   ফের একবার আগরতলা থেকে গৌহাটি গামী নৈশ বাসে তল্লাশি করে অবৈধ দুই বাংলাদেশী যুবককে আটক করেছে অসম চুড়াইবাড়ি ওয়াস্ট পোস্টের পুলিশ। ত্রিপুরা থেকে অবৈধ বাংলাদেশি বহিঃরাজ্যে যাওয়া নতুন কোন বিষয় নয়। এক্ষেত্রে ত্রিপুরা পুলিশ প্রশাসন ও গোয়েন্দা বিভাগের কথা যত না বলা যায় ততই ভালো। এদিকে জানা গেছে, শনিবার রাত দশটা নাগাদ অসম চুড়াইবাড়ি ওয়াস্ট পোস্টের ইনচার্জ মিন্টু শীলের নেতৃত্বে আগরতলা থেকে শেরাওয়ালি ট্রাভেলসকে আটক করে তল্লাশি করে ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদে তারা সঠিক উত্তর দিতে পারেনি। তাই তাদের আটক করা হয় ও পরবর্তীতে পুলিশ তাদের জেরা করে বাংলাদেশি বলে শনাক্ত করেছে।ধৃত দুই যুবকের নাম মাসুম বিল্লাহ(১৮) ও শেখ বাপি (৩৩)। দুজনের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। তারা রাজধানী আগরতলার আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে সেখান থেকে গোহাটি গামী শেরাওয়ালি ট্রাভেলসে করে প্রথমে গোহাটি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ধৃতরা আরো জানায় পরে তারা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় যাবে। তাতে বলা যেতেই পারে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশীদের শক্ত একটা ঘাঁটি রয়েছে তা একপ্রকার নিশ্চিত। ধৃতদের করিমগঞ্জ জেলার সিজেএম আদালতে সোপর্দ করা হবে।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও