নভোএয়ারের VQ-967 একটি ফ্লাইটের সামনের চাকা অবতরণকালে ফেটে যায়
নভোএয়ারের VQ-967 একটি ফ্লাইটের সামনের চাকা অবতরণকালে ফেটে যায়

পত্রদূত প্রতিনিধিঃ বাংলাদেশঃ বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের VQ-967 একটি ফ্লাইটের সামনের চাকা ফেটে গেছে। এতে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। বুধবার নভোএয়ারের ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়ন করে সৈয়দপুর বিমানবন্দর রানওয়েতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অবতরণকালে সামনের চাকা হঠাৎ করে ফেটে যায়। এতে বিমানের ভেতরের যাত্রীরা ভীত হয়ে পড়ে। যাত্রী ইমারজেন্সি পয়েন্ট দিয়ে বের হয়েছে। এতে অনেক যাত্রী হাঁটু ও কোমরে ব্যথা পেয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ৬৭ জন যাত্রী নিরাপদে নিয়ে যায়। তবে নভোএয়ারের ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে রয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ। এ ঘটনার পরপরই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ না করে যাত্রীসহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও