কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ
কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ

পত্রদূত প্রতিনিধিঃ উদয়পুরঃ  করোনার দাপটে সিংহভাগ সাধারণ অংশের মানুষ আর্থিক দিক দিয়ে বিপর্যস্থ। সেই দিক বিবেচনা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রিলিফ ফান্ড এর মাধ্যমে রাজ্যের মানুষের কাছে কোভিড স্পেশাল রিলিফ পেকেজ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হবে চাল,ডাল,সরিষার তেল, সোয়াবিন,হলুদ,জিরা সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।ইতিমধ্যে উদয়পুরও এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ। শনিবার রাজ্যের মাননীয় কৃষি পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনঞ্জিৎ সিংহ রায়ের হাত ধরে এই রিলিফ প্যাকেজ এর শুভ সূচনা হয়।উদয়পুর মহাদেববাড়ির মেলার মাঠস্থিত মুক্তমঞ্চে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩২ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন মহাকুমা শাসক অনিরুদ্ধ রায়  উদয়পুর পৌরপরিষদের  প্রাক্তন পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার সহ অন্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর প্রদত্ত কভিড স্পেশাল রিলিফ প্যাকেজ সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়।মুখ্যমন্ত্রী সিদ্ধান্তক্রমে উদয়পুর মহাকুমার 46 হাজার 375 টি রেশন কার্ড রয়েছে যারা কিনা অন্তদয়,পার্টি গ্রুপ এবং ডিজার্ভিং এপিএল  তাদের প্রত্যেকের কাছে এই কোভিদ স্পেশাল প্যাকেজ পৌঁছে দেওয়া হবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও