করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ রাজ্য সরকারের
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ রাজ্য সরকারের

পত্রদূত প্রতিনিধিঃ আগরতলাঃ  করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ রাজ্য সরকারের। মঙ্গলবার থেকে আগরতলা পুর নিগম সহ রাজ্যের সমস্ত পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় করোনা নাইট কারফিউ বলবৎ হবে। প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই করোনা নাইট কারফিউ কার্যকর হবে। রবিবার রাতে রাজ্য অতিথি শালায় সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন মন্ত্রী রতন লাল নাথ। রাজ্যের কোভিড পরিস্থিতি অন্যান্য রাজ্যের তুলনায় ভাল হলেও কোভীড আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। দেখা গেছে আগরতলা পুর নিগম এবং রাজ্যের সমস্ত পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় সংক্রমণের ঘটনা বেশী। আগামী মঙ্গলবার থেকে রাজ্যের অফিস গুলির সময় সীমাতে পরিবর্তন আনা হয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে অফিস। গেজেটেড অফিসারদের প্রত্যেকেই অফিসে আসবে। অন্যান্য কর্মচারীদের ৫০ শতাংশ অফিসে উপস্থিত থাকবে। তবে জরুরী প্রয়োজনে সমস্ত কর্মচারীদের অফিসে আসতে হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। আগরতলা পুর নিগমের সমস্ত দোকান এবং অফিস গুলিতে করোনা পরীক্ষা শুরু করবে রাজ্য সরকার। রাজ্যের টাস্ক ফোর্সের চেয়ারম্যান এই ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করবে। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সবাল সহ অন্যান্যরা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও