আগরতলা রবীন্দ্র সত্যবার্ষিক ভবনের সামনে সুর সম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
আগরতলা রবীন্দ্র সত্যবার্ষিক ভবনের সামনে সুর সম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্মজয়ন্তী উদযাপন করা হয়।

পত্রদূত প্রতিনিধিঃ     শচীন দেববর্মণ  ভারতীয় বাংলা ও হিন্দী গানের কিংবদন্তীতুল্য ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী। প্রায়শ তাকে এস ডি বর্মণ হিসেবেই উল্লেখ করা হয়। কিছুটা অনুনাসিক কণ্ঠস্বরের জন্য তিনি তার শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত। প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি সার্থক। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। শনিবার তথ্যসংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র সত্যবার্ষিক ভবনের সামনে সুর সম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এ দিনের জন্ম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,দফতর  এর সচিব প্রদীপ চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস,সহ অন্যান্যরা,। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানীয় অতিথিরা। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সুর সম্রাট কুমার শচীন দেব বর্মনের উনার জীবনী ওনার বক্তব্য তুলে ধরেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও