কোভিড বিধি মেনেই নির্বাচন হবে দেশের পাঁচ রাজ্যে
কোভিড বিধি মেনেই নির্বাচন হবে দেশের পাঁচ রাজ্যে

পত্রদূত: করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল কোভিড বিধি মেনেই নির্বাচন হবে। কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টের পুরভোট নিয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্তে রাজ্যে নির্বাচন কমিশন জানায় যে বাংলায় পিছিয়ে যাচ্ছে পুরভোট। এই প্রেক্ষাপটে এবার আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করছে সে রাজ্যের রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির পরে, বিজেপির তরফেও নির্বাচন কমিশনকে এই আর্জি জানান হয়েছে। ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মবার্ষিকীকে সামনে রেখে নির্বাচন স্থগিত করার জন্য চাপ দিয়ে নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখেছে ভারতীয় জনতা পার্টি। সেই চিঠিতে বলা হয়েছে, "রাজ্যে গুরু রবিদাসজির অনুসারীদের যথেষ্ট জনসংখ্যা রয়েছে। যার মধ্যে রয়েছে তফসিলি জাতি সম্প্রদায়ও আছে। যারা পাঞ্জাবের মোট জনসংখ্যার প্রায় ৩২ শতাংশ।" 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও