পাঞ্জাব কংগ্রেস প্রধান পদে ফিরে কাজে মনোযোগী সিধু
পাঞ্জাব কংগ্রেস প্রধান পদে ফিরে কাজে মনোযোগী সিধু

 পত্রদূত প্রতিনিধিঃ  পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েও তা পরে প্রত্যাহার করেন নভজ্যোৎ সিংহ সিধু। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দেন 'সব ঠিক হয়ে গেছে'। সব উদ্বেগ কাটিয়ে তাই পাঞ্জাব কংগ্রেস প্রধান পদে প্রত্যাবর্তন করে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে পরিকল্পনা সাজাতে বসলেন সিধু। নির্বাচন নিয়ে আলোচনা করতে এবং দলের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এবার কংগ্রেস নেত্রী তথা সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি দিলেন তিনি। নির্বাচনী ম্যানিফেস্টোতে চরণজিৎ সিংহ চন্নির সরকারের কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিতে হবে এমন ১৩টি ক্ষেত্র উল্লেখ করেছেন চিঠিতে, এমনটাই জানা গিয়েছে। কংগ্রেস নেত্রীকে পাঠানো সেই চিঠি সোশাল মিডিয়াতেও শেয়ার করেছেন সিধু৷ পাঞ্জাবে মাদক সমস্যা, বালি উত্তোলন, কাজের সুযোগ, পিছিয়ে পড়া গোষ্ঠী ও জনজাতির উন্নয়ন সহ একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে সেখানে। এই এই ১৩টি বিষয়ের উপর ভিত্তি করেই আসন্ন নির্বাচনের জন্য ছক সাজাতে চান পাঞ্জাব কংগ্রেস প্রধান, তা উল্লেখ করেছেন তিনি। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও