পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব এনিয়ে ঘোরাফেরা করছিল বেশ কয়েকটি নাম
পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব এনিয়ে ঘোরাফেরা করছিল বেশ কয়েকটি নাম

পত্রদূত প্রতিনিধিঃ    ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের পর কে সামলাবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব? এনিয়ে ঘোরাফেরা করছিল বেশ কয়েকটি নাম। তালিকায় ছিলেন নভজ্যোত্ সিং সিধু, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর  ও অম্বিকা সোনি। উল্লেখ্য, পঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন করতে গতকাল রাতেই দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠকে বসেন রাহুল গান্ধী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে বলা হয় অম্বিকা সোনিকে। কিন্তু মুখ্যমন্ত্রী হতে অস্বীকার করেন সোনি। তারপরই দফায় দফায় বৈঠক শুরু হয়। আজ বেলা একটা নাগাদ পঞ্জাব প্রদেশ কংগ্রেসের একটি বৈঠক শুরু হয়। সেই বৈঠকেই ঠিক করা হয় সুখজিন্দর রনধাওয়ার নাম। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন রনধাওয়া।  পাশাপাশি, সোনিয়ার সঙ্গে এনিয়ে কথা বলতে তাঁর বাসভবনে গিয়েছেন রাহুল। সম্ভবত, আজই রনধাওয়ার ব্যাপারে সোনিয়ার সবুজ সংকেত পৌঁছে যাবে পঞ্জাব কংগ্রেসে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও