উদয়পুর জগন্নাথ দীঘির‌ অগ্নি নির্বাপক দপ্তরে সামনে লোকজন দেখতে পায় বিশাল একটি সাপ
উদয়পুর জগন্নাথ দীঘির‌ অগ্নি নির্বাপক দপ্তরে সামনে লোকজন দেখতে পায় বিশাল একটি সাপ

পত্রদূত প্রতিনিধিঃ    প্রচন্ড গরম।বূষ্টির দেখা নেই।মানুষ গরমের ফলে ঘরের বাহিরে কিংবা‌ বাড়ির বাহিরে হাঁটা হাঁটি করে গরমের জন্য। হঠাৎ গতকাল রাত দশটার সময় উদয়পুর জগন্নাথ দীঘির‌ অগ্নি নির্বাপক দপ্তরে সামনে লোকজন দেখতে পায় বিশাল একটি সাপ রাস্তার পাশ ধরে যাচ্ছে।লোকজন চিৎকার শুরু করলে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মী সহ জগন্নাথ দীঘিতে থাকা কর্মীরা ছুটে আসে ঘটনাস্থলে। এসে দেখতে পায় বিশাল আকারের সাপটি অজগর সাপ। লম্বা পাঁচ ফুট হবে।খবর দেওয়া হয় বনদপ্তরের আধিকারিকদের।তারা ঘটনাস্থলে ছুটে আসে। উপস্থিত লোকজনের সহায়তায় সাপটি কে ধরে একটি বস্তায় ঢুকিয়ে বনদপ্তেরর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এদিকে উপস্থিত লোকজনেরা বলেছে এটি অজগর সাপ। এলাকার লোকজনেরা বলতে থাকে এই জনবহুল স্থানে কি ভাবে এই বিশাল আকারের অজগর সাপ আসল এ নিয়ে দেখা দিয়েছে কৌতহল।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও