মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্মবার্ষিকী, দেশজুড়ে আরএসএসের কর্মসূচি
মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্মবার্ষিকী, দেশজুড়ে আরএসএসের কর্মসূচি

পত্রদূত প্রতিনিধিঃ  মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। সোমবার সঙ্ঘের তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “পানিপথে সদ্য সমাপ্ত অখিল ভারতীয় প্রতিনিধি সভা ২০২৩ য়ের বৈঠকে এবিষয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলের বক্তব্যের লিখিত বিবৃতি সামনে এসেছে। সেখানে বলা হচ্ছে, মহর্ষি দয়ানন্দের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ তাঁকে শ্রদ্ধা জানাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবং দেশের প্রতিটি প্রান্তের স্বয়ংসেবকরা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর আদর্শ ছড়িয়ে দেবে সমাজের মধ্যে।প্রসঙ্গত, সঙ্ঘ প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার বাংলার অনুশীলন সমিতি এবং মহর্ষি দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্য সমাজের কাজের দ্বারা খুবই প্রভাবিত ছিলেন। মহর্ষির গো রক্ষা আন্দোলনের কথা, দয়ানন্দ সরস্বতীর জীবনভর গো হত্যার বিরুদ্ধে আন্দোলনকে উল্লেখ করে বলা হয়েছে, তিনি গো নির্ভর কৃষি ব্যবস্থা এবং গোরু প্রতিপালনের কথা বলতেন, যা বর্তমানকালে আর্যসমাজের বিভিন্ন কাজের মধ্যেও প্রতিফলিত হয়। বিবৃতিতে উঠে এসেছে মহর্ষির স্বদেশীয়ানার প্রসঙ্গও।তাঁর লিখিত গ্রন্থ সত্যার্থ প্রকাশকে উল্লেখ করে বলা হয়েছে, মহর্ষি দয়ানন্দর ধারণা ছিল স্বদেশী, স্বভাষা, স্ববোধ ছাড়া স্বরাজ আসতে উঠতে পারেনা। অস্পৃশ্যতার বিরুদ্ধে সামাজিক পরিবেশ গড়ে তুলতে জাতিভেদ প্রথার বিরুদ্ধে মহর্ষির ভাবনা এবং ভারতীয় সংস্কৃতি, সভ্যতার উপর মহর্ষি গভীর আস্থা ও শ্রদ্ধা ছিলেন, তিনি বলতেন, বেদের যুগে ফিরে চলো। নেশামুক্ত, কুসংস্কারমুক্ত দেশ গড়তে প্রতিটি স্বয়ংসেবক মহর্ষি দয়ানন্দের ২০০ তম জন্মবার্ষিকী পালন করবে‌।”

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও