নতুন বছরে ফের সাধারণ মানুষের পকেটে ধাক্কা; রেপো রেট বাড়াল আরবিআই, বাড়বে ইএমআই
নতুন বছরে ফের সাধারণ মানুষের পকেটে ধাক্কা; রেপো রেট বাড়াল আরবিআই, বাড়বে ইএমআই

পত্রদূত প্রতিনিধিঃ  নতুন বছরে রেপো রেট বাড়িয়ে আরও একবার কোটি কোটি দেশবাসীকে হতবাক করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ঋণনীতিতে পরিবর্তন এনে সুদের হার ০.২৫ শতাংশ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস আরবিআই-এর আর্থিক পর্যালোচনা নীতির পরে রেপো রেটে এই পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৬.৫০ শতাংশে। আগে রেপো রেট ছিল ৬.২৫ শতাংশ। এর আগে তিন দিন ধরে চলা মুদ্রা পর্যালোচনা নীতির বৈঠক বুধবার শেষ হয়েছে।আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে গত প্রায় তিন বছরে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য আর্থিক নীতির স্তরে একটি চ্যালেঞ্জ রয়েছে। এর আগে সাত ডিসেম্বর, RBI-এর তরফ থেকে রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছিল। রেপো রেট বৃদ্ধির ফলে ব্যাংকগুলির গ্রাহকদেরকে দেওয়া ঋণের সুদের হারের উপর সরাসরি প্রভাব ফেলবে। এর ফলে গ্রাহকদের আগের থেকে বেশি ইএমআই দিতে হবে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নিয়েছে RBI।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও