ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন নেতাজি : প্রধানমন্ত্রী
ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন নেতাজি : প্রধানমন্ত্রী

পত্রদূত প্রতিনিধিঃ  জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন নেতাজি। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, "পরাক্রম দিবসে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করছি এবং ভারতের ইতিহাসে তাঁর অতুলনীয় অবদানকে স্মরণ করছি। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আমরা ভারতের স্বার্থে তাঁর দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে কাজ করছি।"সোমবার কৃতজ্ঞ চিত্তে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে দেশ।১৮৯৭ সালের এই দিনেই ওডিশার কটকে নেতাজির জন্ম হয়। দেশের মানুষকে, বিশেষ করে যুবাদের নেতাজির আদর্শ ও চেতনায় অনুপ্রাণিত করতে এবং প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ়তা বজায় রাখার শিক্ষা দিতে প্রতিবছর ২৩ জানুয়ারি পরাক্রম দিবস হিসাবে পালিত হয়।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও