বিশ্বের কোনও দেশই দ্বীপের নামকরণ করে জওয়ানদের সম্মানিত করেনি : অমিত শাহ
বিশ্বের কোনও দেশই দ্বীপের নামকরণ করে জওয়ানদের সম্মানিত করেনি : অমিত শাহ

পত্রদূত প্রতিনিধিঃ  বিশ্বের কোনও দেশই দ্বীপের নামকরণ করে জওয়ানদের সম্মানিত করেনি। মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নামকরণ অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নামকরণ পরম বীর চক্র পুরস্কারপ্রাপ্তদের নামে রাখা হয়েছে, এ জন্য প্রধানমন্ত্রী মোদীজির অভূতপূর্ব উদ্যোগ আমাদের সশস্ত্র বাহিনীর জন্য খুবই অনুপ্রেরণাদায়ক।অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর শক্তিশালী নেতৃত্বে গৃহীত সমস্ত সিদ্ধান্ত অবশ্যই ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সংযোগকে স্বীকার করে। অমিত শাহের কথায়, আজ শুধুমাত্র ২১টি দ্বীপের নামকরণই নয়, ২১ জন বীরের বীরত্বকে কুর্নিশ জানিয়ে ২১টি প্রদীপ জ্বালানোর কাজ করেছেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও