দ্বীপের নামকরণ নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা মমতার
দ্বীপের নামকরণ নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

পত্রদূত প্রতিনিধিঃ স্বরাজ দ্বীপ, শহীদ দ্বীপের নাম আজকে হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আন্দামানে গিয়েছিলেন, তখনই এই দ্বীপগুলির নামকরণ হয়েছে। দ্বীপের নামকরণ নিয়ে এ ভাবেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সুভাষ বসুর ১২৬-তম জন্মদিবসে এদিন রেড রোডে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং নরেন্দ্র মোদীর নাম না করে আক্রমণ শানান। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ ঝড়ে পড়ল মুখ্যমন্ত্রীর গলায় ৷ তিনি বলেন, "ওরা এখন আন্দামানের দ্বীপের নাম দিচ্ছে। ও তো নেতাজি যখন আন্দামানে গিয়েছিলেন তখনই নাম দিয়েছিলেন। নেতাজি যোজনা কমিশন তৈরি করেছিলেন ৷ কিন্তু কেন যোজনা কমিশন উঠে গেল? এখন কোনও প্ল্যানিং নেই ৷ সবই নন-প্ল্যানিং ৷"প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার পরাক্রম দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১টি নামহীন দ্বীপের নামকরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পরম বীর চক্র জয়ী ২১ জনের নামে দ্বীপগুলির নামকরণ করা হয়েছে। পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপে নির্মিত নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও