ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিপর্যয় ডেকে আনবে: রাশিয়া
ইউক্রেনে অস্ত্র সরবরাহ বিপর্যয় ডেকে আনবে: রাশিয়া

পত্রদূত প্রতিনিধিঃ  কয়েক দিন ধরেই ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে সরগরম বিশ্ব রাজনীতি। ইউরোপের দেশগুলো যেন মরিয়া দেশটিতে ট্যাংক, গোলাবারুদসহ নানা অস্ত্র সরবরাহে। এবার এ নিয়ে কড়া হুশিয়ারি দিল রাশিয়া। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভলোদিন বলেছেন, এ ধরনের সরবরাহ বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। রোববার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমন হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। ব্যাচেস্লাভ ভোলোদিন বলেন, কিয়েভকে এভাবে অস্ত্র সরবরাহ করা হলে সেটি মস্কোকে আরও শক্তিশালী অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিশোধের দিকে ধাবিত করবে।সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো অংশীদাররা ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা নিয়ে আলোচনার জন্য শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মিলিত হওয়ার পর ভলোদিনের তরফে এমন মন্তব্য এলো।ভলোদিন ইউরোপীয় পার্লামেন্টকে মানবতার প্রতি তাদের দায়িত্বের বিষয়টি উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্রাসেলস ও ওয়াশিংটন যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো বিশ্বকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে।  

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও