আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে সংযুক্তা কৃষাণ মোর্চা জমায়েত হয়ে মিছিল
আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে সংযুক্তা কৃষাণ মোর্চা জমায়েত হয়ে মিছিল

পত্রদূত প্রতিনিধিঃ   ২০২০ সালের ২৬ নভেম্বর তিনটি কালো কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে প্রায় এক বছর আন্দোলন করেছিলেন সংযুক্তার কৃষাণ মোর্চা। কৃষকদের এই আন্দোলনের চাপে পড়ে মোদি সরকার এই আইনগুলি বাতিল করেছিল। এবং এরই মধ্যে অন্য দাবি গুলি লিখিতভাবে বলেছিলেন অতি সম্প্রতি আলোচনার মাধ্যমে মীমাংসা করা হবে। কিন্তু প্রায় দশ মাস অতিক্রান্ত হয়ে গেল এই দাবি গুলি মানা হচ্ছে না ।সেই জন্য সংযুক্তা কৃষাণ মোর্চা দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের প্রত্যেক রাজ্যগুলিতে রাজ ভবন অভিযান করে আজ রাজ্যপালের নিকট ৮ দফা দাবি রাষ্ট্রপতির উদ্দেশ্যে তুলে দিয়েছে। এইদিন আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে সংযুক্তা কৃষাণ মোর্চা জমায়েত হয়ে মিছিল করে রাজভবন অভিযান যাচ্ছিলেন। পুলিশ তাদেরকে বেরিগেট করে সার্কিট হাউসের সামনে আটকে দেয়। সেখানে প্রতিবাদ সভা করেন। সেই সভা থেকে সংযুক্তা কিষান মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র করের নেতৃত্বে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে দাবি সানদ দিয়ে আসেন। বক্তব্য পবিত্র কর। সংযুক্তা কৃষাণ মোর্চার রাজ্য আহ্বায়।বক্তব্য জিতেন্দ্র চৌধুরী, সিপিএম রাজ্য সম্পাদক। বক্তব্য অঘোর দেববমা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও