কলকাতায় আজ মরসুমের শীতলতম দিন, তাপমাত্রা নামল ১৬ এর ঘরে
কলকাতায় আজ মরসুমের শীতলতম দিন, তাপমাত্রা নামল ১৬ এর ঘরে

পত্রদূত প্রতিনিধিঃ  নভেম্বরেই শীতের ঝোড়ো ব্যাটিং সঙ্গে নয়া রেকর্ড। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে এবং সপ্তাহান্তে আরও ঠান্ডা পড়বে, এমন পূর্বাভাস ছিলই। সেই মতোই নভেম্বরের শেষ সপ্তাহে শীতের প্রাবল্য বাড়ল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে আজ কলকাতায় এই মরসুমের শীতলতম দিন। তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা বিগত ৫ বছরের তাপমাত্রার ইতিহাসে নভেম্বরে এমন ঘটনা বিরল। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে অবাধ উত্তুরে হাওয়ায় আরও পারদ পতনের ইঙ্গিত সপ্তাহের শেষে। কলকাতায় সোমবার তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি, বুধবার ১৭ ডিগ্রি এবং বৃহস্পতিবার ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস৷ শীতের মিনি স্পেলে তাপমাত্রার এমন রেকর্ড পতনের বিরল নজির তৈরি হল নভেম্বরেই। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শীতের আমেজ থাকবে।সপ্তাহের শেষে অন্তত তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পশ্চিমাঞ্চলের জেলায়। বিশেষত বিহার ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও সপ্তাহের শেষে ২ ডিগ্রি কমবে তাপমাত্রা এমনটাই ইঙ্গিত। পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও