মাটির গভীরে কেঁপে উঠল প্লেট, অন্ধকারে আচমকাই নড়ে উঠল রাস্তাঘাট-ঘরবাড়ি
মাটির গভীরে কেঁপে উঠল প্লেট, অন্ধকারে আচমকাই নড়ে উঠল রাস্তাঘাট-ঘরবাড়ি

পত্রদূত প্রতিনিধিঃ  মেঘালয়ে ভূমিকম্প। মেঘালয়ের টুরায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হল। রিখটার স্কেলে এই ভূমিকম্প ছিল ৩.৪ ম্যাগনিটিউডের। কম্পনটি অনুভূত হয় ভোররাতে-- ৩টে ৪৬ মিনিট নাগাদ। টুরার ৩৭ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি একটি ট্যুইট করে এই খবর জানিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি হল ভারত সরকারের ভূমিকম্প সংক্রান্ত খবরের সত্যতা যাচাই ও তা ঘোষণা করার দায়িত্বপ্রাপ্ত সংস্থা।  মেঘালয়ের টুরা অঞ্চলের ৩৭ কিলোমিটার উত্তরপূর্বে ঘটা এই ভূমিকম্পটির এপিসেন্টার ছিল মাটির ৫ কিলোমিটার গভীরে। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও