ন্যান্সি পেলোসির সফর নিয়ে পুতিনের কড়া মন্তব্য
ন্যান্সি পেলোসির সফর নিয়ে পুতিনের কড়া মন্তব্য

পত্রদূত প্রতিনিধিঃ   রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা কনফারেন্সে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন,  যুক্তরাষ্ট্র চাইছে ইউক্রেনের দ্বন্দ্ব বাড়াতে।  তাছাড়া এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়েও কথা বলেছেন পুতিন। তিনি দাবি করেছেন, এশিয়ায় উত্তেজনা উস্কে দিতে ন্যান্সি পেলোসিকে পরিকল্পনা করে তাইওয়ানে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। পুতিন বলেছেন, ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর যুক্তরাষ্ট্রের পরিকল্পনামূলক উস্কানি।তাছাড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চল নিয়েও কথা বলেছেন পুতিন। তিনি বলেছেন, পশ্চিমারা এশিয়া প্যাসিফিকে ন্যাটোর মতো একটি ব্যবস্থা তৈরি করতে চাইছে। এদিকে ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসার পর বিষয়টি নিয়ে নিজেদের পরিস্কার বক্তব্য জানায় রাশিয়া।  তারা জানায়, যুক্তরাষ্ট্র উস্কানি ছড়াতে চীনের বাধা সত্ত্বেও পেলোসিকে তাইওয়ানে পাঠিয়েছে। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন প্রেসিডেন্ট  পুতিন।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও