ক্ষতির সম্মুখীন ধান চাষীদের
ক্ষতির সম্মুখীন ধান চাষীদের

পত্রদূত: প্রতিবছর আষাঢ়-শ্রাবণ মাসের মধ্যে ফসল কেটে বুড়ো ধান ঘরে তুলে থাকেন ধান চাষীরা। এবছরও বছরের এই সময়টিতে ধান চাষিরা বুড়ো ধান ঘরে তুলছে। কিন্তু এবছর বুড়ো ধান চাষ করে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ধান চাষীদের। এমনটাই দৃশ্য প্রত্যক্ষ করা গেল সোমবার তেলিয়ামুড়া মহকুমার সাউথ পুলিনপুর এলাকায় গিয়ে। এবছর বুড়ো ধান চাষ করা এক ধানচাষী জানায়,,, অন্যান্য বছরের তুলনায় এবছর বুড়ো ধানের ফলন ভালোই হয়েছে, কিন্তু ধান ঘরে তোলার প্রাক্কালে টানা কয়েকদিনের ভারী বর্ষণে তাদের ফলানো বুড়ো ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধন হয়। ভারী বর্ষণের ঝরে যায় বুড়ো ধান গাছের ধানের ছড়া।  ওই ধানচাষী আরো জানায়,,, এবছর তার ফলানো বুড়ো ধানের ক্ষেত থেকে যে জায়গায় ৩০ মন ধান আসার কথা থাকলেও মাত্র ১৫ মন ধান এসেছে। বাকি ধান সব নষ্ট হয়ে গেছে বর্ষার ফলে। ফলে চিন্তার ভাঁজ বুড়ো ধান চাষিদের মাথায়।  তবে ক্ষতিগ্রস্ত ধান চাষীরা জানান,বোরো ধান বিক্রি করে সংসারের যাবতীয় প্রতিপালন করে আসছে।কিন্তু এই বছর ধানক্ষেতে ধানের উৎপাদন কম হওয়াতে সংসার প্রতিপালন করতে গিয়ে খুবই কষ্টকর হবে। তবে তাদের দাবি সরকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন ক্ষতিগ্রস্থ বুড়ো চাষিদের জন্য।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও