কৃষি দপ্তরের উপ অধিকর্তার নিকট স্মারকলিপি
কৃষি দপ্তরের উপ অধিকর্তার নিকট  স্মারকলিপি

পত্রদূত: বুধবার সারা ভারত কৃষক সভার গোমতী জেলা কমিটির পক্ষে ছয় দফা দাবি নিয়ে গোমতী জেলা কৃষি দপ্তরের  উপ অধিকর্তা  নিকট  ডেপুটেশনে মিলিত হন। ডেপুটেশনে নেতৃত্ব দেন  সারা ভারত কৃষক সভার গোমতী জেলা কমিটির সম্পাদক নিতাই বিশ্বাস , নিখিল দাস, অর্জুন দেবরায় । দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত পরিমাণে সরকারি সহায়তা দেওয়া , সার, বীজ, কীটনাশক  ঔষধ, বিনামূল্যে সমস্ত কৃষকদের মধ্যে  সরবরাহ করা , রেগা প্রকল্পকে কৃষিকাজেযুক্ত করা,  ধানের সহায়ক মূল্য  ২৭০০ টাকা দেওয়া, কৃষকদের উৎপাদিত ফসল উৎপাদন  খরচের  দেড় গুণ দাম দেওয়া আজি জানানো হয়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও