ইউক্রেনের শস্য নিয়ে আলোচনা করতে তুরস্কে ব্রিটিশ মন্ত্রী
ইউক্রেনের শস্য নিয়ে আলোচনা করতে তুরস্কে ব্রিটিশ মন্ত্রী

পত্রদূত:   ইউক্রেনের খাদ্যশস্য রফতানির বাধা দূর করতে আলোচনার জন্য তুরস্ক সফরে গেছেন যুক্তরাজ্যের শীর্ষ কূটনীতিক দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ফোনালাপের পর মঙ্গলবার লিজ ট্রাস তুরস্ক সফর করেন। বিশ্বের প্রায় ৪০ শতাংশ খাদ্যশস্য সরবরাহ করে ইউক্রেন। রুশ আগ্রাসনের ফলে ফেব্রুয়ারি থেকে বিদেশে দেশটির গমসহ সব ধরনের খাদ্যশস্য রফতানি বন্ধ থাকায় বিভিন্ন দেশে প্রচণ্ড খাদ্য সংকট দেখা দিয়েছে।এ পরিস্থিতিতে ইউক্রেনের বন্দরে ২ কোটি টন শস্য নিয়ে অপেক্ষমাণ জাহাজগুলো যাতে নির্বিঘ্নে কৃষ্ণসাগর পারি দিতে পারে- এ ব্যাপারে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এ সফর।    

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও