বর্ষণের ফলে জলমগ্ন এলাকা
বর্ষণের ফলে জলমগ্ন এলাকা

পত্রদূত: জগন্নাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের ত্রিশাবাড়ি এলাকায় বসবাসকারী ১৫ পরিবারের বাড়িঘর সহ রাস্তাঘাট বিরামহীন বর্ষণের ফলে জলমগ্ন অবস্থায় পরিণত হয়েছে। ভারী বর্ষণের ফলে এলাকার জলমগ্ন হওয়ার ফলে এলাকাবাসীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।গবাদি পশু সহ বিভিন্ন আসবাবপত্র ঘর থেকে এখন পর্যন্ত বের করে আনা সম্ভব হয়নি।এদিকে আরো চিন্তার ভাঁজ এলাকাবাসীদের মধ্যে আরো কয়েকদিন বৃষ্টিপাত ঘটলে খোয়াই নদীর জল অনায়াসে প্রবেশ করবে ওই এলাকায়।  এলাকাবাসীর অভিযোগ,, এলাকায় জল নিষ্কাশনের কোন ব্যাবস্থা না থাকায় অনায়াসেই জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকাতে। এলাকাবাসীদের দাবি দ্রুত যেন জল নিষ্কাশনের ব্যাবস্থা করে দেওয়া হয় পঞ্চায়েতের তরফ থেকে। তবে এই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু পরিবার এই এলাকার ত্রিশাবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে নিজেদের বাড়িঘরে জল প্রবেশ করার ফলে।  সব মিলিয়ে বলা চলে খুবই অসহ্যকর পরিস্থিতির মধ্যে নিজেদের পরিবার পরিজন নিয়ে  দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও