পি.এম কিষান ও পি.এম.এ.ওয়াই (জি) সুবিধা ভোগীদের মধ্যে আলোচনা চক্র অনুষ্ঠান
পি.এম কিষান ও পি.এম.এ.ওয়াই (জি) সুবিধা ভোগীদের মধ্যে আলোচনা চক্র অনুষ্ঠান

পত্রদূত:    শনিবার কৈলাসহরের রাংরুং স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পি.এম কিষান ও পি.এম.এ.ওয়াই (জি) সুবিধা ভোগীদের মধ্যে আলোচনা চক্র অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আসার কথা থাকলেও হেলিকপ্টারের গোলযোগের কারণে তিনি আসতে পারেননি। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে  আজ শ্রমিকদের মধ্যে জায়গার পাট্টার কাগজ ও খতিয়ানের কাগজ তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস। উপস্থিত ছিলেন টি আই ডি সির চেয়ারম্যান টিংকু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,   জেলাশাসক উত্তম কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক তার স্বাগত বক্তব্যে বলেন ঊনকোটি জেলায় মোট ষোলটি চা বাগান রয়েছে।   আন্তর্জাতিক চা দিবসে চা শ্রমিকদের হাতে চার শতক জায়গার পাট্টার কাগজ ও খতিয়ানের কাগজ তুলে দেওয়া হয়েছে। রাজ্যে বড় মাত্রায় চা শ্রমিকরা রয়েছেন। বর্তমান সরকার শ্রমিকদের জন্য ঘরের জায়গা, ঘর, শৌচালয়, বিদ্যুৎ, গ্যাসের কানেকশন, এপিএল কার্ড থেকে তৈরি করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। আজ প্রাথমিকভাবে দুইজন চা শ্রমিকের হাতে জমির পাট্টার কাগজ ও খতিয়ান তুলে দেওয়া হয়। এরা হলেন সোনামুখী চা বাগানের শ্রমিক রবিলাল চাষা ও চন্দন গোয়ালা। আজকের এই অনুস্টানে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও