পদত্যাগ কোনও সমস্যার সমাধান নয়
পদত্যাগ কোনও সমস্যার সমাধান নয়

পত্রদূত: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গোতাবায়া রাজাপক্ষে বলেন, দেশে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগের পর সংবিধানের ১৯তম সংশোধনী প্রস্তাব পেশ করা হবে। এই সংশোধনীর মাধ্যমে সংসদকে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে বলেও জানান তিনি। অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করতে অস্বিকার করেছেন। তিনি বলেন, পদত্যাগ কোনও সমস্যার সমাধান নয়। যদিও তিনি চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগ করবেন। এর পাশাপাশি দেশে সাংবিধানিক সংস্কারও করা হবে বলে জানা গেছে।গোতাবায়া তাঁর ভাষণে বলেন, তিনি একটি যুব মন্ত্রিসভা নিয়োগ করবেন। তিনি আরও বলেন যে এই মন্ত্রিসভায় রাজাপক্ষে পরিবারের কোনও সদস্য থাকবে না এবং নতুন সরকারের প্রধানমন্ত্রীকে নতুন কর্মসূচি উপস্থাপন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও