উত্তর কোরিয়া প্রথমবার তাদের দেশে করোনা সংক্রমণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে
 উত্তর কোরিয়া প্রথমবার তাদের দেশে করোনা সংক্রমণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে

পত্রদূত:  উত্তর কোরিয়ার শাসক কিম জং উন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে Pyongyang-এ ওমিক্রন ভেরিয়ান্টের খোঁজ পাওয়া গিয়েছে। উত্তর কোরিয়ার ইমারজেন্সি কোয়ারান্টাইন ফ্রন্ট জানিয়েছে এই ঘটনা সাম্প্রতিককালে দেশের সবথেকে বড় ইমারজেন্সি। এরপরেই দেশের মানুষকে বাঁচানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি তরফে জানানো হয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনা সংক্রমণ শুরুর পর থেকে দেশে কড়া সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এরপরেও দেশকে করোনা আক্রমণের হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি।  বিশ্বে করোনা মহামারীর প্রকোপ শুরু পরে দুই বছর পেরিয়ে গেলেও উত্তর কোরিয়া প্রথমবার তাদের দেশে করোনা সংক্রমণের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও