বরফের চাদরে ঢাকল বিশ্বের বৃহত্তম মরুভূমি
বরফের চাদরে ঢাকল বিশ্বের বৃহত্তম মরুভূমি

পত্রদূত: জানুয়ারি মানেই ভরা শীত। ফলে বিশ্বের বহু দেশেই ঠাণ্ডা নেমে আসে। কোথাও কোথাও তুষারপাতও হয়। তা বলে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমিতে তুষারপাত! হ্যাঁ এটাই হয়েছে। সম্প্রতি বরফের চাদরে মুড়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা। হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে আফ্রিকা এবং মধ্য-প্রাচ্যের কোনও কোনও জায়গার তাপমাত্রা। সম্প্রতি বরফের চাদরে ঢাকা সাহারার  ছবি ধরা পড়েছে আলোকচিত্রী Karim Bouchetata-র ক্যামেরায়।  আফ্রিকার উত্তরে প্রায় ৩৫ লক্ষ বর্গ মাইল এলাকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি সাহারা  । সম্প্রতি এর এইন সেফরা  অঞ্চলে তুষারপাত হয়। গত ৪২ বছরে এ নিয়ে ৫০বার সাহার মরুভূমিতে   তুষারপাতের ঘটনা ঘটেছে। প্রথমবার ১৯৭৯ সালে বরফের চাদরে ঢেকেছিল সাহারা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও