তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র  ৪৪তম ককবরক ভাষা দিবস পালন
তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র  ৪৪তম ককবরক ভাষা দিবস পালন

পত্রদূত: তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় বুধবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র  ৪৪তম ককবরক ভাষা দিবস পালন করা হয়। উক্ত ককবরক ভাষা দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিন সাংসদ রেবতী মোহন ত্রিপুরার হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৪৪ তম ককবড়ক ভাষা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে। এদিন ককবরক ভাষা দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীসহ অন্যান্যদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রেবতী মোহন  ত্রিপুরা রাজ্যের সার্বিক প্রেক্ষাপট  আলোচনার নিরিখে ককবড়ক দিবসের তাৎপর্য  নিয়ে কথা বলেন। তিনি বলেন ত্রিপুরা রাজ্যের ভাষা সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে এই ককবরক দিবস অত্যন্ত গুরুত্বপূর্ন। এই ককবড়ক দিবসের দিনে সাংসদ সহ অন্যান্য অতিথিরা রাজ্যের আর্থসামাজিক ক্ষেত্রে প্রত্যেক মানুষকে এগিয়ে আসার আহ্বান রাখেন। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া তককবকর দিবসের তাত্পর্য্য তুলে ধরেন

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও