হাসপাতালে মাত্র ১৫ শতাংশ বেড ভর্তি! Delhi-তে কোভিড সংক্রমণ কমার ইঙ্গিত মন্ত্রীর
হাসপাতালে মাত্র ১৫ শতাংশ বেড ভর্তি! Delhi-তে কোভিড সংক্রমণ কমার ইঙ্গিত মন্ত্রীর

পত্রদূতঃ দিল্লিতে  শুক্রবার ২৫,০০০ এরও কম কোভিড কেস রেকর্ড হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন । বৃহস্পতিবার প্রায় ৩০,০০০ কেস রিপর্ট করা হয়। জৈন সাংবাদিকদের আরও জানিয়েছেন যে হাসপাতালের শয্যার মাত্র ১৫ শতাংশ ব্যবহার করা হয়েছে এবং ভর্তির গতি কমে গেছে।তিনি আরও বলেন, “গত রাতে, দিল্লি ২৮,৮৬৭টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে, ৩১ জন মারা গেছেন... ১৩,০০০ টিরও বেশি হাসপাতালের শয্যা খালি রয়েছে (এবং) মাত্র ১৫ শতাংশের একটু বেশি শয্যা ব্যবহার করা হয়েছে। আমরা আশা করছি যে শহরে আজ প্রায় ২৫,০০০ নতুন COVID-19 কেস রিপোর্ট করা হবে।” 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও