রাস্তাটি গর্তে পরিণত হয়ে থাকলেও এক্ষেত্রে নজর নেই সংশ্লিষ্ট দপ্তরের
রাস্তাটি গর্তে পরিণত হয়ে থাকলেও এক্ষেত্রে নজর নেই সংশ্লিষ্ট দপ্তরের

পত্রদূতঃ তেলিয়ামুড়া প্রতিনিধিঃদীর্ঘ প্রায় কয়েক বৎসর যাবত রাস্তাটিতে বড়ো বড়ো খানা খন্দ গর্তে পরিণত হয়ে থাকলেও এক্ষেত্রে নজর নেই সংশ্লিষ্ট দপ্তরের। বিগত মাস ছয়েক পূর্বে বহিঃ রাজ্যের একটি বেসরকারি ঠিকাদারি কোম্পানি এই রাস্তা মেরামতের কাজ করে থাকলেও পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট পর্যন্ত রাস্তাটি মেরামত করা হয়নি। ফলে রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে। আর এই রাস্তা ধরেই শত শত ছোট-বড়ো যানবাহন নিজেদের জীবন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে নিত্যদিন। কিন্তু কোন প্রকার রাস্তা সারাইয়ের  কাজে হাত দিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর।লোক মুখে গুঞ্জন চলছে, বহিঃ রাজ্যের যে বেসরকারি ঠিকেদারি কোম্পানি তথা NHCEL নামক ঠিকেদারি কোম্পানি যে জাতীয় সড়কের  মেরামতের কাজ করছে তাতে পিচ, ভিটুমিন, সহ অন্যান্য সামগ্রী ব্যাবহার করছে তা অতি নিম্নমানের। ফলে রাস্তা সারাইয়ের কিছুদিন যেতে না যেতেই পুনরায় বড়ো-বড়ো গর্তে পরিণত হচ্ছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে জনৈক এক রিকশাচালক জানিয়েছেন,, আমরা দেখেছি গত কিছুদিন আগেও রাস্তা মেরামত করা হয়েছে। কিন্তু করইলং পেট্রোল পাম্প থেকে হাওয়াই বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত করা হয়নি। এটা সরকারের ব্যাপার, আমরা কি বলবো।অপরদিকে পথচলতি এক সাধারন জনগন জানিয়েছেন,,, যাতায়াত করতে আমাদের খুব সমস্যা হয়। দীর্ঘদিন যাবত এই রাস্তাটি বেহাল দশায় পরিণত। বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। এলাকাবাসী'সহ ছোট-বড়ো যান চালক সকলের অভিমত  আসাম আগরতলা জাতীয় সড়কের হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট থেকে করইলং পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তাটি যেন অতি দ্রুত সংস্কারের কাজে হাত লাগায় সংশ্লিষ্ট দপ্তর।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও