বাঙ্গালীদের একটি অন্যতম উৎসব পৌষ পার্বণ অর্থাৎ মকর সংক্রান্তি
বাঙ্গালীদের একটি অন্যতম উৎসব পৌষ পার্বণ অর্থাৎ মকর সংক্রান্তি

পত্রদূতঃ বাঙ্গালীদের একটি অন্যতম উৎসব পৌষ পার্বণ অর্থাৎ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি কে কেন্দ্র করে বাঙালির প্রত্যেকটি ঘরে উৎসব মুখর হয়ে ওঠে । সরকারিভাবে প্রত্যেক বছর তীর্থ মুখ মেলাকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবছরও হাতে নেওয়া হয় কোভিড বিধি-নিষেধ মেনে মেলার আয়োজন। মেলাতে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা, রাজ্যের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য। রাত আনুমানিক 7:30 মিনিট নাগাদ শুরু হয় সরকারি অনুষ্ঠান। উপস্থিত অতিথিরা এই তীর্থ মুখ মেলার ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি মেলাতে আশা সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে কোভিড বিধিনিষেধ মেনে চলার বার্তা দেন সাংসদ ও মন্ত্রী। তীর্থ মুখ অর্থাৎ ডুম্বুর জলপ্রপাত এর নিকট কোন ধরনের মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় সেখানে আসা বা বসবাস করা লোকজনদের। এই বিষয়টিও সাংসদ রেবতী ত্রিপুরা এবং মন্ত্রিসভার কুমার জমাতিয়া নজরে আসে। এ সমস্যা নিরসনে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা যায়।রাত আনুমানিক 9 টা নাগাদ মেলা স্থানে এসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এসেই তিনি পুণ্যস্নান করেন এবং রাজ্যবাসীকে পৌষ পার্বণ অর্থাৎ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানান। পাশাপাশি রাজ্যবাসীকে কোভিড বিধিনিষেধ মেনে চলা রুপ বার্তা দিন।আয়োজিত মেলায় পূণ্যার্থীদের সমাগম ছিল লক্ষণীয়

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও