ষাঁড়কে বশ মানানোর ঐতিহ্যবাহী খেলা জাল্লিকাট্টূ শুরু
ষাঁড়কে বশ মানানোর ঐতিহ্যবাহী খেলা জাল্লিকাট্টূ শুরু

পত্রদূত: ষাঁড়কে বশ মানানোর ঐতিহ্যবাহী খেলা জাল্লিকাট্টূ শুরু হয়েছে। পোঙ্গল উৎসবের অঙ্গ হিসেবে শুরু হয়েছে জাল্লিকাট্টূ । বছরের প্রথম জাল্লিকাট্টু কঠোর কোভিড প্রোটোকল মেনে পুদুকোট্টাই জেলায় অনুষ্ঠিত হয়।চার দিনব্যাপী ফসল কাটা উৎসবের তৃতীয় দিন মাট্টু পোঙ্গলের  অংশ হিসেবে জাল্লিকাট্টু অনুষ্ঠিত হয়। তামিল শব্দ 'মাট্টু'-র অর্থ ষাঁড়, এবং পোঙ্গলের তৃতীয় দিনটি গবাদি পশুদের জন্য উৎসর্গ করা হয়, যা চাষের প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও