তিল্লাই-বাতাসা বাজারে বিক্রি হচ্ছে অগ্নিমূল্যে
তিল্লাই-বাতাসা বাজারে বিক্রি হচ্ছে অগ্নিমূল্যে

পত্রদূত:তেলিয়ামুড়া  সংক্রান্তি বললেই একটি কথাই মনে আসে,  বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেটা যদি হয় মকর সংক্রান্তি তবে তো আর কিছুই বলার নেই। তবে এই বছর করোনা পরিস্থিতিতে মকর সংক্রান্তির মেলা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে না। মকর সংক্রান্তি উপলক্ষে বাজারজাত করা তিল্লাই-বাতাসা বাজারে বিক্রি হচ্ছে অগ্নিমূল্যে।এরকম‌ই চিত্র উঠে এলো তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন এলাকা থেকে। তেলিয়ামুড়া বাজারের তিল্লাই-বাতাসা ব্যবসায়ীদের সাথে কথা বলে শোনা গেল এক হতাশার সুর। এক অজানা হতাশার মধ্য দিয়ে তিল্লাই-বাতাসা ব্যবসায়ীরা জানালেন এবছর করুণা মহামারীর কারণে তাদের তৈরি করা তিল্লাই-বাতাসার খুচরা বাজার অত্যন্ত মন্দা তবে তিল্লাই-বাতাসার পাইকারি বাজার অনেকাংশেই ভালো। ব্যবসায়ীদের অভিমত মূলত করুনার কারণেই এবছর বাজারে মন্দা ঝড় বইছে। ফলে এক প্রকার তিল্লাই-বাতাসা ব্যবসায়ীদের মাথায় চিন্তা ভাজ। অন্যান্য বছর বাজারে তিল্লাই-বাতাসার চাহিদা ছিল অনেকাংশেই বেশি কিন্তু এবছর করুনার কারণে মন্দার ঝড় বইছে বাজারে। ব্যবসায়ীদের অভিমত অন্যান্য বছর মানুষ যতটা পরিমাণ তিল্লাই-বাতাসা ক্রয় করত এবছর তার থেকে প্রায় অর্ধেক পরিমাণ তিল্লাই-বাতাসা ক্রয় করছে মানুষ। ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তেলিয়ামুড়া বাজারের তিল্লাই-বাতাসা ব্যবসায়ীরা।।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও