ধর্মনগর শহরে রাতে নাইট কার্ফু বলবত করতে মাঠে নামতে হয়েছে খোদ জেলা পুলিশ সুপার
ধর্মনগর শহরে রাতে নাইট কার্ফু বলবত করতে মাঠে নামতে হয়েছে খোদ জেলা পুলিশ সুপার

পত্রদূত:ধর্মনগর প্রতিনিধিঃ সারা দেশের সাথে রাজ্যেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা,  রাজ্য সরকার আগে থেকেই প্রশাসনিক ভাবে ব্যবস্থা করে রাখলেও রাজ্যে করোনা  আক্রান্তের সংখ্যা উর্ধ্মূখি, তারপরও করোনা মোকাবিলায় কিছু কিছু ক্ষেত্রে প্রশাসনের দায়ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। যথা সম্ভব ভীর এড়িয়ে চলার জন্যে নির্দেশ জারী করা হয়েছে,  বলবত করা হয়েছে নাইট কার্ফু ও, উত্তরের জেলা সদর ধর্মনগর শহরে রাতে নাইট কার্ফু বলবত করতে মাঠে নামতে হয়েছে খোদ জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে সাথে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক কান্তা জাহঙ্গির ও গত দুই তিন দিন যাবত ধর্মনগর শহরে সঠিক ভাবে  নাইট কার্ফু কার্যকর হয়নি , রাস্তায় যান চলাচল কিছুটা কম হলেও , নাইট কার্ফু চলছে বোঝা মুশকিল ছিল। অনেক দোকান পাঠই ছিল খোলা। ধর্মনগর থানার পুলিশ রাত ৯ টা হলেই থানা থেকে বেড়িয়ে সোজা চলে আসতো সেন্ট্রাল রোড  এবং পুরাতন মটর স্ট্যান্ড এলাকায়,  এদিকে গোটা দিন ধর্মনগর বাজার সহ বিভিন্ন এলাকায় মানুষের উপছে পড়া ভীর পরিলক্ষিত হচ্ছে কিন্তু প্রশাসনের কোন নজর নেই। এমনকি খোদ মহকুমা শাসকের অফিসেও বিভিন্ন কাগজ পত্র সংগ্রহ করতে আসা লোকজনদের ভীর দেখা যাচ্ছে প্রতিদিন। ধর্মনগর পাইকারি সবজি বাজার অর্থাৎ মহেশ স্মৃতি রোডে সকাল থেকে মানুষের  ভীর , মুখে নেই মাস্ক,  যেকোন সময় গোষ্টি সংক্রমণ হওয়ার ভয় রয়েছে ,এমত অবস্থায় প্রশাসন বিশেষ করে ধর্মনগর থানার পুলিশের এমন দায়াছাড়া মনোভাবের কারনে সোমলচিত হতে হচ্ছে রাজ্য সরকারকে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও