আবারও প্রাণঘাতী করোনায় বিপর্যয়ের পথে হাঁটছে বিশ্ব
আবারও প্রাণঘাতী করোনায় বিপর্যয়ের পথে হাঁটছে বিশ্ব

পত্রদূত:আবারও প্রাণঘাতী করোনায় বিপর্যয়ের পথে হাঁটছে বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। আজ বুধবার জার্মানিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। করোনার প্রাদুর্ভাব শুরুর পর এই সংখ্যা দেশটিতে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। বুধবার দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ৪৩০ জন। এর আগে গত ২৬ নভেম্বর  দেশটিতে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ৭৬ হাজারের বেশি। দেশটিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৬১ হাজার ৮১১ জন। এ ছাড়া বুধবার দেশটিতে করোনায় মারা গেছে ৩৮৪ জন। এতে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৭৩৫ জন। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে টিকা দেওয়ার হার কম। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও