মিয়ানমার সফরে এসে বিক্ষোভের মুখে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
মিয়ানমার সফরে এসে বিক্ষোভের মুখে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

 পত্রদূত প্রতিনিধিঃ  কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের এ সফরকে ঘিরে মিয়ানমারে বিক্ষোভ দেখিয়েছেন গণতন্ত্রপন্থীরা। সেইসঙ্গে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো কম্বোডিয়ার নেতার এ সফরের সমালোচনা করেছে।কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন মিয়ানমার সফরে এসেছেন। সফরকালে তিনি দেশটির সেনাপ্রধান মিন অং হল্যাইংয়ের সঙ্গে বৈঠক করবেন।গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর এটা দেশটিতে বিদেশের কোনো সরকারপ্রধানের বিরল সফর।বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী উননা মঙ।বিমান থেকে নামার পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। 

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও