সুপ্রিম কোর্টে স্বস্তিতে কেন্দ্র, আপাতত বহাল সংরক্ষণ
সুপ্রিম কোর্টে স্বস্তিতে কেন্দ্র, আপাতত বহাল সংরক্ষণ

 পত্রদূত প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে ২৭ শতাংশ আসন OBC-দের জন্য এবং ১০ শতাংশ আসন EWS-দের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় একাংশ। এরফলেই সম্পূর্ণভাবে আটেক যায় এই কাউন্সেলিং। NEET-এ OBC কোটায় ২৭ শতাংশ সংরক্ষণ থাকবে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। মামলার বিস্তারিত শুনানি হবে আগামি মার্চ মাসে। কেন্দ্রের তরফে তুষার মেহতা জানিয়েছেন, সরকার চায় আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্রাজুয়েট দুই ক্ষেত্রেই যত দ্রুত সম্ভব কাউন্সেলিং হোক। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে দুই ধরনের সংরক্ষণের ভিত্তিতেই NEET PG-র কাউন্সেলিং চালু হবে।  

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও