তেলিয়ামুড়া পৌর পরিষদ বিজেপির দখলে
তেলিয়ামুড়া পৌর পরিষদ  বিজেপির দখলে

পত্রদূত প্রতিনিধিঃ সমস্ত জল্পনা-কল্পনা অবসান ঘটে তেলিয়ামুড়া পৌর পরিষদ নির্বাচনে পৌর পরিষদ বিজেপির দখলে। সকাল আটটা থেকে শুরু হয় তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে ভোট গণনা। 7 টি টেবিলের মধ্যে হয় গণনা। তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার 15 টি ওয়ার্ডের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন সকাল দশটা নাগাদ। 15 টি ওয়ার্ডের মধ্যে এক নম্বর ওয়ার্ড এর তৃণমূল এবং বিজেপির মধ্যে ভোটের লড়াই হয়।তাতে বিজেপি প্রার্থী অপর্ণা শীল পেয়েছে 594 টি ভোট অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 308 ভোট। অপর্ণা শীল 286 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। দুই নাম্বার ওয়ার্ডের বিজেপির প্রার্থী মধুসূদন রায় পেয়েছে 509 টি ভোট। অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছে 279 টি ভোট। এই ওয়ার্ডে মধুসূদন রায় 330 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। তিন নাম্বার ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী বরুনা ঋষি দাস পেয়েছে 359 টি ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছে 282 টি ভোট। বরুনা ঋষি দাস 77 টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। 4 নং ওয়ার্ডের মোট ভোটার 935 জন জন। তাতে বিজেপির মনোনীত প্রার্থী মালাশ্রী সাহা পাল পেয়েছে 549 টি ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছে 233। 316 ভোটের ব্যবধানে বিজিবি মনোনীত প্রার্থী জয়ী হয়েছে। 5 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীর বিমল রক্ষিত পেয়েছে 673 ভোট। এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পেয়েছে 221। 352 ভোটের ব্যবধানে বিজেপির মনোনীত প্রার্থী বিমল রক্ষিত জয়ী হয়েছে। 6 নম্বর ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী বাবলি মজুমদার রায় পেয়েছে 539 টি ভোট।এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পেয়েছে 257 টি। এই ওয়ার্ডের বিজেপির প্রার্থী 282 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। সাত নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রূপক সরকার পেয়েছেন 3 63 টি ভোট এবং তৃণমূল প্রার্থী পেয়েছে 154 টি ভোট। বিজেপির মনোনীত প্রার্থী রূপক সরকার 209 ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। এদিকে আট নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রিংকু ভৌমিক দেব পেয়েছে 679 টি ভোট অপরদিকে সিপিএমের মনোনীত প্রার্থী পেয়েছে 316 টি ভোট। রিঙ্কু ভৌমিক দেব সিপিএমের মনোনীত প্রার্থী কে 363 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে।9 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী পেয়েছে 620 এবং সিপিআইএম এর মনোনীত প্রার্থী পেয়েছে 336 ভোট।বিজেপির মনোনীত প্রার্থী সিপিএমের মনোনীত প্রার্থীকে 284 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে। 10 নম্বর ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী নিশা রানী সূত্রধর পেয়েছে 260 টি ভোট এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পেয়েছে 252। 8 ভোটের ব্যবধানে নিশা রানী সূত্রধর বিজয়ী হয়েছে। 11 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী পেয়েছে 460 টি ভোট। এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পেয়েছে 107টি ভোট ।তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে 353 ভোটের ব্যবধানে হারিয়ে বিজেপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছে।12 নম্বর ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থী পেয়েছে 405 টি ভোট এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পেয়েছে 325 টি ভোট। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কে 80 ভোটের ব্যবধানে হারিয়ে বিজেপির প্রার্থী বিজয়ী।13 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী পেয়েছে 393 এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পেয়েছে 338 ভোট। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে 55 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে বিজেপির প্রার্থী। 14 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী পেয়েছে327 টি ভোট এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পেয়েছে 2 87 ভোট।তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে চল্লিশটি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে বিজেপির প্রার্থী। তেলিয়ামুড়া পৌর পরিষদের এলাকার গুরুত্বপূর্ণ 15 নম্বর। এই 15 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীর নীতিন সাহা পেয়েছে 580 টি ভোট এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অশোক দাস গুপ্ত পেয়েছে 364 এই ভোট। নীতিন কুমার সাহা অশোক দাশগুপ্তকে 216 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও