আমবাসা পৌর পরিষদ দখল করে বিজেপি
আমবাসা পৌর পরিষদ দখল করে বিজেপি

 পত্রদূত প্রতিনিধিঃআমবাসাঃ  25 শে নভেম্বর আমবাসা পৌর পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আমবাসা পৌর পরিষদের 15 টি আসনে মনোনয়নপত্র দাখিল করে বিজেপি সিপিআইএম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং 15 টির মধ্যে তিনটি আসনে মনোনয়নপত্র দাখিল করে ত্রিপ্রা মথা দল। শান্তিপূর্ণভাবে 25 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেক দলের প্রার্থীরা নির্বাচন স্বতস্ফূর্ত ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানায়। আজ 28 শে নভেম্বর আমবাসা পৌর পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা প্রক্রিয়া শুরু হয় সকাল আটটা থেকে এবং সকাল 10:30 এর মধ্যে ফলাফল ঘোষণা করেন RO তথা আমবাসা মহকুমা শাসক বৈষ্ণবী ভি । 15 টি আসনের মধ্যে 12 টি আসনে জয়লাভ করে বিজেপি এবং একটি করে আসন পায় সিপিআইএম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও ত্রিপ্রা মথা। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধলাই জেলা বিজেপি জেলা কমিটির সভাপতি তথা 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেবর্বমা জানান এই জয় প্রত্যাশিত ছিল। নির্বাচিত বিজেপি প্রার্থীরা আমবাসা পুরো পরিষদ এলাকায় বসবাসকারী গণদেবতাদের  প্রথমেই ধন্যবাদ জানান এবং তারা জানান আমবাসা পৌর পরিষদ কে রাজ্যের মধ্যে একটি আদর্শ পৌর পরিষদ হিসেবে গড়ে তুলবেন। প্রত্যেক পুরবাসী কে সাথে নিয়ে তাদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবেন। অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং ত্রিপ্রা মথা  দলের জয়ী প্রার্থীরা ও জানান ওয়ার্ডের উন্নয়নে উনারা কাজ করবেন। বিজেপি দলের এই জয়ে সমস্ত পৌরবাসীদের মধ্যে উৎসব আনন্দের জোয়ার বইছে লক্ষ্য করা যায়। দলের জয়ী প্রার্থীদের নিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি দলের কর্মী-সমর্থকরা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও