Rahul Dravid-এ মজে রয়েছেন Ajinkya Rahane
Rahul Dravid-এ মজে রয়েছেন Ajinkya Rahane

পত্রদূত প্রতিনিধিঃ বিরাট কোহলি  বিশ্রামে থাকার জন্য প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে । ৭৮টি টেস্ট খেলে ফেলেছেন তিনি। করেছেন ৪৭৫৬ রান। তবে সমস্যা হল চলতি বছর ১১টি টেস্টে মাত্র ৩৭২ রান করেছেন তিনি। গড় ২০-র থেকেও কম। এরমধ্যে বিশ্ব টেস্ট ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টে মাত্র একটি অর্ধ শতরান করেছিলেন রাহানে। ফলে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজের নামের প্রতিও তাঁকে সুবিচার করতে হবে। যদিও নিজের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন এই মুম্বইকর। বরং ভারতীয় দলকে  এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দলের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়ে মজে রয়েছেন তিনি। সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে জানিয়ে দিলেন রাহানে।  

আরো পড়ুন