আগরতলায় পুরভোট পিছবে না, সুপ্রিম কোর্টে খারিজ TMC-র আর্জি
আগরতলায় পুরভোট পিছবে না, সুপ্রিম কোর্টে খারিজ TMC-র আর্জি

পত্রদূত প্রতিনিধিঃ  আগরতলায় পুরভোট পিছবে না। ২৫ নভেম্বরই হবে পুরভোট। তৃণমূলের দায়ের করা মামলায় জানাল সুপ্রিম কোর্ট। তবে নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিপি, আইজিপি-কে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের নির্দেশ। সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনার নির্দেশ।বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মঙ্গলবার মামলার শুনানি শুরু হয়। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রথমে সমস্ত হামলার তালিকা পেশ করেন আইনজীবী জয়দীপ গুপ্তা। ত্রিপুরা সরকারের হয়ে দাঁড়ান আইনজীবী মহেশ জেটমালানি। শুনানিতে বিচারপতি ত্রিপুরা সরকারের কাছে কয়েকটি বিষয় জানতে চান। নির্বাচনের দিন, গণনার দিন এবং গোটা নির্বাচন প্রক্রিয়ায় নিরাপত্তার কী ব্যবস্থা করা হয়েছে, তা জানতে চান তিনি। নিরাপত্তার দায়িত্ব কার উপর রয়েছে, কত আধা সেনা এসেছে, আধা সেনার মোতায়েন কেমন হয়েছে, সংবেদনশীল এলাকা কী কী রয়েছে। সমস্ত বিষয়ে ত্রিপুরা সরকারের কাছে জানতে চান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।   

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও