বেতাগা জাতীয় সড়কের পাশে জলনিষ্কাশনের জায়গায় জোরপূর্বক মাটি ভরাট
বেতাগা জাতীয় সড়কের পাশে জলনিষ্কাশনের জায়গায় জোরপূর্বক মাটি ভরাট

পত্রদূত প্রতিনিধিঃ শান্তির বাজারঃ বেতাগা জাতীয় সড়কের পাশে জলনিষ্কাশনের জায়গায় জোরপূর্বক মাটি ভরাটকে কেন্দ্রকরে ক্ষোভ সৃষ্টিহয়েছে এলাকাবাসীর মধ্যে। ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা এলাকায় জাতীয় সড়কের পাশে ছোট্ট একটি ছড়া রয়েছে। যারমধ্যদিয়ে বর্ষাকালে জলনিষ্কাষন হয়। বেতাগা এলাকায় সঠিকভাবে জলনিষ্কাষনের ব্যাবস্থানাথাকার কারেন সামান্য বৃষ্টিতে সমগ্র এলাকা জলমগ্ন হয়েপরে। এরইমধ্যে বাইখোড়া এলাকার বাসিন্দা দেবারুন দাস খাসের জায়গা দখলকলে ছড়াতে মাটি ভরাট করছেবলে আভিযোগ উঠে এলাকাবাসীর পক্ষথেকে। এলাকাবাসীর অভিযোগ দেবারুন দাস বিগতদিনেও এই ছড়া ভরাটকরারা প্রয়াস চালিয়েছিলো। সেইসময় এলাকার প্রধান ও এলাকাবাসীর হস্তক্ষেপে মাটি ভরাট করতে সফলহয়নি দেবারুন দাস। বর্তমানে কোনোএক অজানা শক্তিকে কাজে লাগিয়ে পুনরায় ছড়া ভরাট কারার প্রয়াস চালানো হচ্ছে বলে অভিযোগ উঠে আসলো এলাকাবাসীর পক্ষথেকে। এলাকাবাসীরা সংবাদমাধ্যমের সন্মুখিনহয়েজানান এইছড়া ভরাট করাহলে বর্ষার সময় সমগ্র বেতাগা এলাকা জলমগ্নহয়ে পরবে। তাই উনারা সিদান্তগ্রহন করেন এলাকাবাসীর গনসাক্ষরের মাধ্যমে এলাকাকে জলমগ্ন হবার পথথেকে রক্ষার জন্য শান্তির বাজার মহকুমা শাসক ও স্থানীয় বিধায়কের দারস্তহবেন। সকলে সুবিচারের প্রার্থনাকরে সংবাদমাধ্যমের দারস্তহন। এখন দেখার বিষয় এলাকাবাসীর সুবিধার্থে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও