দূরদর্শন আসলে কমিউনিকেশনের অন্যতম মাধ্যম
দূরদর্শন আসলে কমিউনিকেশনের অন্যতম মাধ্যম

পত্রদূত প্রতিনিধিঃ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সংসদ ২১ নভেম্বরে দূরদর্শন দিবস পালনের সিদ্ধান্ত নেয়। যে বস্তুটিকে অধিকাংশ সময়ে 'ইডিয়ট বক্স' বলা হয়ে থাকে, সমাজে তার কতটা প্রভাব সেটা নির্দেশ করার লক্ষ্যেই এমন একটি দিন-ভাবনা। টেলিভিশন-যুগ কি শেষ হয়ে যাচ্ছে? এ নিয়ে একটা প্রশ্নচিহ্ন ইদানীং তৈরি হয়েছে নানা মহলে। আর সেই আবহেই আর একবার এসে পড়ল বিশ্ব দূরদর্শন দিবস। দূরদর্শন আসলে কমিউনিকেশনের অন্যতম মাধ্যম। সমসাময়িক পৃথিবীতে যা যা ঘটছে তাকেই সে পৌঁছে দিচ্ছে সকলের কাছে। ১৯৯৬ সালে ২১-২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল 'ওয়ার্ল্ড টেলিভিশন ফোরাম'। পরবর্তী সময়ে সেই দিনটিকেই তাই গ্রহণ করে রাষ্ট্রসঙ্ঘ। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও