আন্তর্জাতিক শৌচালয় দিবসে পরিচ্ছন্নতার পাঠ
আন্তর্জাতিক শৌচালয় দিবসে পরিচ্ছন্নতার পাঠ

পত্রদূত প্রতিনিধিঃ শৌচালয়ের জন্যও একটি দিবস!  শৌচালয় তো পরিচ্ছন্নতা মেনে চলার একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর এখানেই লুকিয়ে এই দিনটির সার্থকতা। আসলে আজও সারা ভারতে অসংখ্য মানুষ শৌচালয় ছাড়াই দৈনন্দিন জীবন যাপন করেন। তাঁদের দারিদ্র্য যেমন এর একটা কারণ, তেমনই সচেতনতার অভাবও আর একটা কারণ। শৌচের পরিচ্ছন্নতা সম্বন্ধে সব ধরনের মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এমন একটা দিনের উদযাপন। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সংসদ ১৯ নভেম্বর দিনটিকে বিশ্ব শৌচালয় দিবস হিসেবে পালন করার কথা ভাবে। ওয়ার্ল্ড স্যানিটাইজেশন ডে আগে পালিত হত। ২০০১ সালে এই দিনটির নাম বদলে ওয়ার্ল্ড টয়লেট ডে রাখা হয়। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও