চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকা-দার্জিলিং রেলপথে যাত্রীবাহী ট্রেন চালু
চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকা-দার্জিলিং রেলপথে যাত্রীবাহী ট্রেন চালু

পত্রদূত প্রতিনিধিঃ বাংলাদেশঃ চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকা-দার্জিলিং রেলপথে যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়। নেপালের হিমালয় পাদদেশের ভারতীয় জেলা দার্জিলিং। একদিকে কাঞ্চনজঙ্ঘার মতো উচ্চতম পর্বতশ্রেণি দেখার হাতছানি, অন্যদিকে বৈচিত্র্যময় পাহাড় ভ্রমণের সুযোগ দার্জিলিংকে করেছে অতুলনীয়। পশ্চিমবঙ্গের উত্তরের এ জেলা দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। বাংলাদেশিদের কাছেও দার্জিলিং মানে বিশেষ গন্তব্য। কিন্তু যাতায়াত খুব সহজ নয়। দীর্ঘদিনের দাবি পূরণ করে চলতি বছর চালু হয়েছে চিলাহাটি-হলদিবাড়ি রেলরুট। এবার ঢাকা-দার্জিলিংয়ের রেলপথ সংযোগ হলে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন দিগন্তের সৃষ্টি হবে। দীর্ঘ দেড় বছর পর পর্যটকদের জন্য ভিসা চালু করেছে ভারত। ১৫ অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটে পর্যটকরা ভারতে ঢুকতে পারছেন। এখনো রেলপথে ভ্রমণের বিষয়ে কোনো সুরাহা হয়নি। এর মধ্যে ১৫ নভেম্বর সোমবার থেকে ভারতে ভিসা দেয়া শুরু করেছে। তবে দ্রুত দুই দেশের মধ্যে অন্যান্য রেলপথও খুলে যাবে। পাশাপাশি চিলাহাটিতে একটি আধুনিক আন্তর্জাতিক রেলস্টেশনও নির্মাণ করা হচ্ছে।রেলপথটি নতুন করে সাজাতে আরো কিছু স্টেশন, বিল্ডিং প্ল্যাটফর্ম, লুপ লাইন নির্মাণ করা হচ্ছে। এসব অবকাঠামো নির্মাণের মাধ্যমে আরো ঢেলে সাজানো হবে রেলপথটি। একইভাবে হলদিবাড়ি থেকে নেপালের সীমান্তবর্তী বিহার রাজ্যের জগবানি স্টেশন পর্যন্তও ট্রেন চালু করা হবে। ওই দুই স্টেশন থেকে সড়কপথে ভুটান ও নেপালে পণ্য পরিবহন করা যাবে। এ রুটটি ঘিরে এসব পরিকল্পনাও করছে বাংলাদেশ।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও